দ্বিতীয় বিবরণ 26:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর যাজক তোমার হস্ত হইতে সেই ঝুড়ি লইয়া তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে রাখিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর ইমাম তোমার হাত থেকে সেই টুক্রী নিয়ে তোমার আল্লাহ্ মাবুদের কোরবানগাহ্র সম্মুখে রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যাজক তোমাদের হাত থেকে সেই টুকরি নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদির সামনে রাখবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 পুরোহিত তখন তোমার হাত থেকে সেই ঝুড়িটি নিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদীর সম্মুখে রাখবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর যাজক তোমার হস্ত হইতে সেই চুপড়ি লইয়া তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “তখন যাজক তোমার হাত থেকে সেই ঝুড়ি নিয়ে তা প্রভু, তোমার ঈশ্বরের বেদীর সামনে রাখবেন। অধ্যায় দেখুন |