দ্বিতীয় বিবরণ 25:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 যদি ভ্রাতৃগণ একত্র হইয়া বাস করে, এবং তাহাদের মধ্যে একজন অপুত্রক হইয়া মরে, তবে সেই মৃত ব্যক্তির স্ত্রী বাহিরের অন্য গোষ্ঠীভুক্ত পুরুষকে বিবাহ করিবে না; তাহার দেবর তাহার কাছে যাইবে, তাহাকে বিবাহ করিবে, এবং তাহার প্রতি দেবরের কর্তব্য সাধন করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 যদি ভাইয়েরা একত্র হয়ে বাস করে এবং তাদের মধ্যে এক জন অপুত্রক হয়ে মারা যায়, তবে সেই মৃত ব্যক্তির স্ত্রী বাইরের অন্য গোষ্ঠীভুক্ত পুরুষকে বিয়ে করবে না; তার দেবর তার কাছে যাবে, তাকে বিয়ে করবে এবং তার প্রতি দেবরের কর্তব্য সাধন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 ভাইয়েরা যদি একসঙ্গে বসবাস করে এবং এক ভাই অপুত্রক অবস্থায় মারা যায়, তবে তার বিধবা স্ত্রী পরিবারের বাইরে আর কাউকে বিয়ে করতে পারবে না। তার দেওর তাকে বিয়ে করবে এবং তার প্রতি দেওরের কর্তব্য পালন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 কোন পরিবারে ভাইয়েরা যদি একত্রে বাস করে, এবং তাদের কেউ যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই মৃত ব্যক্তির স্ত্রী পরিবারের বহির্ভূত অন্য গোষ্ঠীর কোন পুরুষকে বিবাহ করতে পারবে না। তার দেবর তাকে বিবাহ করে তার প্রতি দেবরের কর্তব্য পালন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যদি ভ্রাতৃগণ একত্র হইয়া বাস করে, এবং তাহাদের মধ্যে এক জন অপুত্রক হইয়া মরে, তবে সেই মৃত ব্যক্তির স্ত্রী বাহিরের অন্য গোষ্ঠীভুক্ত পুরুষকে বিবাহ করিবে না; তাহার দেবর তাহার কাছে যাইবে, তাহাকে বিবাহ করিবে, এবং তাহার প্রতি দেবরের কর্ত্তব্য সাধন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 “দুই ভাই একসাথে বাসকালীন যদি তাদের একজন কোন পুত্রের জন্ম না দিয়ে মারা যায় তবে সেই মৃত ভাইয়ের স্ত্রী যেন পরিবারের বাইরে কোন বিদেশীকে বিয়ে না করে। সেক্ষেত্রে তার স্বামীর ভাই-ই তাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করবে। সেই দেবর তার প্রতি দেবরের কর্তব্য করবে। অধ্যায় দেখুন |