Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 25:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

4 শস্যমর্দন কালে বলদের মুখে জালতি বাঁধিবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 শস্য মাড়াই করার সময়ে বলদের মুখে জালতি বাঁধবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 শস্য মাড়াই করার সময় বলদের মুখে জালতি বেঁধো না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 শস্য মাড়াই করার সময় তোমরা বলদের মুখে জালতি বাঁধবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 শস্যমর্দ্দন কালে বলদের মুখে জাল্‌তি বান্ধিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “শস্য মাড়ার জন্য পশু ব্যবহার করলে পশুটিকে শস্য না খেতে দেওয়ার জন্য তার মুখ বেঁধে দেওয়া উচিৎ‌ নয়।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 25:4
5 ক্রস রেফারেন্স  

ধার্মিক তাহার পশুর প্রাণের বিষয় চিন্তা করে; কিন্তু দুষ্টদের করুণা নিষ্ঠুর।


আর ইফ্রয়িম এমন শিক্ষিতা গাভীস্বরূপ, যে [শস্য] মর্দন করিতে ভালবাসে, কিন্তু আমি তাহার সুন্দর গ্রীবায় হস্তক্ষেপ করিয়াছি, আমি ইফ্রয়িমের উপরে এক আরোহীকে বসাইব; যিহূদা হাল টানিবে, যাকোব তাহার ঢেলা ভাঙ্গিবে।


বস্তুতঃ মহুরী হাতগাড়ী দ্বারা মর্দন করা যায় না, এবং জীরার উপরে গাড়ীর চক্র ঘুরে না, কিন্তু মহুরী দণ্ড দিয়া ও জীরা যষ্টি দিয়া মাড়া যায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন