দ্বিতীয় বিবরণ 24:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 কেহ কাহারও যাঁতা কিম্বা তাহার উপরের পাট বন্ধক রাখিবে না; তাহা করিলে প্রাণ বন্ধক রাখা হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 কেউ কারো যাঁতা কিংবা তার উপরের পাট বন্ধক রাখবে না; তা করলে প্রাণ বন্ধক রাখা হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 ঋণের বন্ধক হিসেবে কারও জাতা নেওয়া চলবে না—তার উপরের পাথরটিও নয়—কারণ তাতে লোকটির বেঁচে থাকার উপায়টিই বন্ধক নেওয়া হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 কোন ব্যক্তি কারও গম পেষাই করা যাঁতা এমন কি তার উপরকার পাথরের চাক্তিও বন্ধক রাখবে না, কারণ সেটা প্রাণ বন্ধক রাখারই সামিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 কেহ কাহারো যাঁতা কিম্বা তাহার উপরের পাট বন্ধক রাখিবে না; তাহা করিলে প্রাণ বন্ধক রাখা হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 “যখন তোমরা কাউকে ধার দাও, তখন বন্ধক হিসাবে যাঁতার কোন অংশ নিও না। কারণ তা করলে তা তার খাবার কেড়ে নেওয়ার সমান হয়। অধ্যায় দেখুন |