দ্বিতীয় বিবরণ 24:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 স্মরণে রাখিবে, তুমি মিসর দেশে দাস ছিলে, এই জন্য আমি তোমাকে এই কর্ম করিবার আজ্ঞা দিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 স্মরণে রাখবে, তুমি মিসর দেশে গোলাম ছিলে, এজন্য আমি তোমাকে এই কাজ করার হুকুম দিচ্ছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 মনে রাখবে তোমরা মিশরে দাস ছিলে। সেইজন্যই আমি তোমাদের এসব করার আজ্ঞা দিচ্ছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 স্মরণে রেখ, মিশরে তোমরা দাস ছিলে, সেই জন্যই আমি তোমাদের এই কাজ করার নির্দেশ দিচ্ছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 স্মরণে রাখিবে, তুমি মিসর দেশে দাস ছিলে, এই জন্য আমি তোমাকে এই কর্ম্ম করিবার আজ্ঞা দিতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 মনে রেখো, তুমি মিশরে গরীব দাস ছিলে। সেই জন্য গরীবদের জন্য আমি তোমাকে এই কাজগুলো করতে বলি। অধ্যায় দেখুন |