দ্বিতীয় বিবরণ 24:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 তোমার ভ্রাতা হউক, কিম্বা তোমার দেশের নগরদ্বারের মধ্যবর্তী বিদেশী হউক, দীনদুঃখী বেতনজীবীর প্রতি উপদ্রব করিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তোমার ভাই হোক, কিংবা তোমার দেশের নগর-দ্বারের মধ্যবর্তী বিদেশী হোক, দীনদুঃখী বেতনজীবীর প্রতি জুলুম করবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যে দিনমজুর গরিব বা অভাবগ্রস্ত তার কাছ থেকে সুবিধা নেবে না, সেই মজুর এক ইস্রায়েলী ভাই কিংবা একজন বিদেশি যে তোমাদের কোনও এক নগরে বাস করছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তোমাদের স্বজাতীয় হোক বা তোমাদের দেশ ও নগরে বসবাসকারী বিদেশীই হোক দীনদরিদ্র জনমজুরের উপর তোমরা অবিচার করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তোমার ভ্রাতা হউক, কিম্বা তোমার দেশের নগরদ্বারের মধ্যবর্ত্তী বিদেশী হউক, দীন দুঃখী বেতনজীবীর প্রতি উপদ্রব করিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 “দরিদ্র এবং অভাবী শ্রমিককে তোমরা মজুরীর ব্যাপারে ঠকাবে না। সে তোমাদের কোন নগরে বাসকারী ইস্রায়েলীয় হোক্ বা বিদেশী হোক্ তাতে কিছু এসে যায় না। অধ্যায় দেখুন |