Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 23:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

25 প্রতিবাসীর শস্যক্ষেত্রে গেলে তুমি আপন হস্তে শীষ ছিঁড়িতে পারিবে, কিন্তু আপন প্রতিবাসীর শস্যক্ষেত্রে কাস্তে লাগাইবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 প্রতিবেশীর শস্য ক্ষেতে গেলে তুমি তোমার হাতে শীষ ছিঁড়তে পারবে, কিন্তু তোমার প্রতিবেশীর শস্য ক্ষেতে কাস্তে লাগাবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 তোমরা যদি তোমাদের প্রতিবেশীর শস্যক্ষেত্রে যাও, তোমরা হাত দিয়ে শিষ ছিঁড়তে পারবে, কিন্তু ফসলের গায়ে কাস্তে লাগাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 তোমরা প্রতিবেশীর শস্যক্ষেত্রে গিয়ে হাত দিয়ে শীষ ছিঁড়তে পারবে কিন্তু কাস্তে দিয়ে প্রতিবেশীর ফসল কাটতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 প্রতিবাসীর শস্যক্ষেত্রে গেলে তুমি আপন হস্তে শীষ ছিঁড়িতে পারিবে, কিন্তু আপন প্রতিবাসীর শস্যক্ষেত্রে কাস্ত্যা দিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 যখন তুমি কোন লোকের ক্ষেতে যাও, তখন হাতে ছিঁড়ে যত শীষ খেতে পার খেও, কিন্তু কাস্তে ব্যবহার করে সেই শীষ কেটে নিয়ে যেতে পারো না।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 23:25
4 ক্রস রেফারেন্স  

আর তিনি বিশ্রামবারে শস্যক্ষেত্র দিয়া যাইতেছিলেন; এবং তাঁহার শিষ্যেরা চলিতে চলিতে শীষ ছিঁড়িতে লাগিলেন।


প্রতিবাসীর দ্রাক্ষাক্ষেত্রে গেলে তুমি আপন ইচ্ছানুসারে তৃপ্তি পর্যন্ত দ্রাক্ষাফল ভোজন করিতে পারিবে, কিন্তু পাত্রে করিয়া কিছু লইবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন