দ্বিতীয় বিবরণ 22:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 পথের পার্শ্বস্থ কোন বৃক্ষে কিম্বা ভূমির উপরে তোমার সম্মুখে যদি কোন পক্ষীর বাসাতে শাবক কিম্বা ডিম্ব থাকে, এবং সেই শাবকের কিম্বা ডিম্বের উপরে পক্ষিণী বসিয়া থাকে, তবে তুমি শাবকগণের সহিত পক্ষিণীকে ধরিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 পথের পাশের কোন গাছে কিংবা ভূমির উপরে তোমার সম্মুখে যদি কোন পাখির বাসাতে বাচ্চা কিংবা ডিম থাকে এবং সেই বাচ্চার কিংবা ডিমের উপরে মা-পাখি বসে থাকে তবে তুমি বাচ্চাগুলোর সঙ্গে মা-পাখিকে ধরবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তোমরা যদি পথের পাশে কোনও পাখির বাসা দেখো, তা গাছের উপরে কিংবা মাটিতে হতে পারে, এবং পাখির মা শাবকদের উপর বসে আছে কিংবা ডিমের উপর তা দিচ্ছে, তবে শাবক সমেত মাকে তোমরা ঘরে নিয়ে যাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 পথের পাশে গাছের উপরে বা মাটিতে কোন পাখির বাসা যদি তোমার চোখে পড়ে এবং সেখানে যদি বাচ্চা ও ডিম সহ পাখি বসে থাকে তাহলে তুমি বাচ্চা সমেত পাখিটিকে ধরবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 পথের পার্শ্বস্থ কোন বৃক্ষে কিম্বা ভূমির উপরে তোমার সম্মুখে যদি কোন পক্ষীর বাসাতে শাবক কিম্বা ডিম্ব থাকে, এবং সেই শাবকের কিম্বা ডিম্বের উপরে পক্ষিণী বসিয়া থাকে, তবে তুমি শাবকগণের সহিত পক্ষিণীকে ধরিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 “তোমরা যদি গাছের ওপরে অথবা মাঠে কোনো পাখীর বাসা দেখ যেখানে মা পাখী তার শাবকদের সঙ্গে অথবা ডিমের ওপরে বসে আছে, তাহলে তোমরা কখনই বাচ্চাদের সঙ্গে মা পাখীকে নেবে না। অধ্যায় দেখুন |