দ্বিতীয় বিবরণ 21:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আর তাহারা উত্তর করিয়া বলিবে, আমাদের হস্ত এই রক্তপাত করে নাই, আমাদের চক্ষু ইহা দেখে নাই; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর তারা উত্তরে বলবে, আমাদের হাত এই রক্তপাত করে নি, আমাদের চোখ এই বিষয়টি দেখে নি; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আর তারা ঘোষণা করবে “এই রক্তপাত আমরা নিজেরা করিনি, এবং হতেও দেখিনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 আমাদের হাত এই রক্তপাত করে নি এবং আমরা এই হত্যাকাণ্ড চোখে দেখি নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর তাহারা উত্তর করিয়া বলিবে, আমাদের হস্ত এই রক্তপাত করে নাই, আমাদের চক্ষু ইহা দেখে নাই; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এই নেতারা বলবে, ‘আমরা এই ব্যক্তিকে হত্যা করিনি এবং আমরা এটি ঘটতেও দেখিনি। অধ্যায় দেখুন |