দ্বিতীয় বিবরণ 21:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 তবে তাহাকে আপন গৃহমধ্যে আনিবে, এবং সে আপন মস্তক মুণ্ডন করিবে ও নখ কাটিবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তবে তাকে তোমার বাড়ির মধ্যে আনবে এবং সে তার মাথা মুণ্ডন করবে ও নখ কাটবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 স্ত্রীলোকটিকে তোমার বাড়িতে নিয়ে যাবে আর তার মাথার চুল কামিয়ে দেবে ও তার নখ কেটে ফেলবে অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তাহলে সে তাকে নিজের বাড়িতে নিয়ে যাবে এবং সেই নারী তার মাথা মুড়িয়ে ফেলবে ও নখ কাটবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তবে তাহাকে আপন গৃহমধ্যে আনিবে, এবং সে আপন মস্তক মুণ্ডন করিবে, ও নখ কাটিবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 তখন তাকে তোমার বাড়ীতে নিয়ে আসবে। সে অবশ্যই তার মাথা কামাবে এবং নখ কাটবে। অধ্যায় দেখুন |