দ্বিতীয় বিবরণ 20:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 পরে তোমার ঈশ্বর সদাপ্রভু তাহা তোমার হস্তগত করিলে তুমি তাহার সমস্ত পুরুষকে খড়্গধারে আঘাত করিবে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে তোমার আল্লাহ্ মাবুদ তা তোমার হস্তগত করলে তুমি তার সমস্ত পুরুষকে তলোয়ারের আঘাতে হত্যা করবে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তোমাদের ঈশ্বর সদাপ্রভু যখন সেই নগরটি তোমাদের হাতে তুলে দেবেন, তখন সেখানকার সমস্ত পুরুষকে তোমরা তরোয়ালের আঘাতে মেরে ফেলবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তারপর যখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সেই নগর তোমাদের অধিকারে আনবেন তখন তোমরা নগরের সমস্ত পুরুষদের খড়্গাঘাতে বধ করবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে তোমার ঈশ্বর সদাপ্রভু তাহা তোমার হস্তগত করিলে তুমি তাহার সমস্ত পুরুষকে খড়গধারে আঘাত করিবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এবং যখন শহরটিকে অধিগ্রহণ করতে প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের সাহায্য করবেন, তখন তোমরা অবশ্যই সেখানকার সমস্ত পুরুষদের হত্যা করবে। অধ্যায় দেখুন |