Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 2:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

26 পরে আমি কদেমোৎ প্রান্তর হইতে হিষ্‌বোনের রাজা সীহোনের নিকটে দূত দ্বারা এই শান্তির বাক্য বলিয়া পাঠাইলাম,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 পরে আমি কদেমোৎ মরুভূমি থেকে হিষ্‌বোনের বাদশাহ্‌ সীহোনের কাছে দূতের মাধ্যমে এই শান্তির কথা বলে পাঠালাম,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 এরপর আমি কদেমোৎ মরুএলাকা থেকে হিষ্‌বোনের রাজা সীহোনের কাছে শান্তি বজায় রাখার জন্য দূত পাঠালাম এই বলে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 আমি তখন কদেমোৎ প্রান্তর থেকে হিষ্‌বোণের রাজা সিহোনের কাছে দূতের মাধ্যমে এই শান্তির প্রস্তাব পাঠালাম:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 পরে আমি কদেমোৎ প্রান্তর হইতে হিষ্‌বোনের রাজা সীহোনের নিকটে দূত দ্বারা এই শান্তির বাক্য বলিয়া পাঠাইলাম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 “কদেমোৎ-এর মরুভূমিতে থাকাকালীন আমি হিষ্বোনের রাজা সীহোনের কাছে কয়েকজন দূত পাঠিয়েছিলাম। দূতেরা সীহোনকে শান্তির প্রস্তাব দিয়ে বলেছিল,

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 2:26
11 ক্রস রেফারেন্স  

যহস, কদেমোৎ ও মেফাৎ,


চারণভূমির সহিত কদেমোৎ ও চারণভূমির সহিত মেফাৎ, এই চারিটি নগর দিল।


আর অহশ্বেরশ রাজার অধিকারস্থ একশত সাতাইশ প্রদেশে সমস্ত যিহূদীর নিকটে মর্দখয় শান্তির ও সত্যের কথা সম্বলিত পত্র পাঠাইয়া,


আর ইস্রায়েল দূত পাঠাইয়া ইমোরীয়দের রাজা সীহোনকে কহিল,


হিষ্‌বোন-নিবাসী ইমোরীয়দের রাজা সীহোনকে, এবং ইদ্রিয়ীতে অষ্টারোৎ-নিবাসী বাশনের রাজা ওগকে আঘাত করিলে পর,


তুমি আপন দেশের মধ্য দিয়া আমাকে যাইতে দেও, আমি পথ ধরিয়াই যাইব, দক্ষিণে কি বামে ফিরিব না।


পরে ইস্রায়েল হিষ্‌বোনের রাজা, ইমোরীয়দের রাজা, সীহোনের নিকটে দূত পাঠাইল; ইস্রায়েল তাঁহাকে কহিল, বিনয় করি, আপনি নিজ দেশের মধ্য দিয়া আমাদিগকে নিজ স্থানে যাইতে দিউন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন