Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 2:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 এক্ষণে তোমরা উঠ সেরদ নদী পার হও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 এখন তোমরা উঠ সেরদ নদী পার হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 আর সদাপ্রভু বললেন, “এখন তোমরা উঠে সেরদ উপত্যকা পার হয়ে যাও।” সুতরাং আমরা উপত্যকা পার হলাম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তোমরা এখন সেরদ নদী পার হও। আমরা তখন সেরদ নদী পার হলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 এক্ষণে তোমরা উঠ সেরদ নদী পার হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 “প্রভু আমাকে বলেছিলেন, ‘এখন তোমরা সেরদ উপত্যকার অপর দিকে যাও।’ সেই কারণে আমরা সেরদ উপত্যকা পার করেছিলাম।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 2:13
5 ক্রস রেফারেন্স  

তথা হইতে যাত্রা করিয়া সেরদ উপত্যকাতে শিবির স্থাপন করিল।


পরে তাঁহারা ইষ্কোল উপত্যকাতে উপস্থিত হইয়া সেই স্থানে এক থলুয়া ফলযুক্ত দ্রাক্ষালতার এক শাখা কাটিয়া তাহা দণ্ডে করিয়া দুই জন বহিলেন; এবং তাঁহারা কতকগুলি ডালিম ও ডুমুর ফলও সঙ্গে আনিলেন।


আর পূর্বে হোরীয়েরাও সেয়ীরে বাস করিত, কিন্তু এষৌর সন্তানগণ তাহাদিগকে অধিকারচ্যুত ও আপনাদের সম্মুখ হইতে বিনষ্ট করিয়া তাহাদের স্থানে বাস করিল; যেমন ইস্রায়েল সদাপ্রভুর দত্ত আপন অধিকার ভূমিতে করিল।)


তখন আমরা সেরদ নদী পার হইলাম। কাদেশ-বর্ণেয় অবধি সেরদ নদী পার হওয়া পর্যন্ত আমাদের যাত্রাকাল আটত্রিশ বৎসর ব্যাপী ছিল; সেই সময়ের মধ্যে শিবিরের মধ্য হইতে তৎকালীন যোদ্ধাগণ সকলে উচ্ছিন্ন হইল, যেমন সদাপ্রভু তাহাদের সম্বন্ধে শপথ করিয়াছিলেন।


তথা হইতে যাত্রা করিয়া ইমোরীয়দের সীমা হইতে নির্গত অর্ণোনের অন্য পারে প্রান্তরে শিবির স্থাপন করিল; কেননা মোয়াবের ও ইমোরীয়দের মধ্যবর্তী অর্ণোন মোয়াবের সীমা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন