দ্বিতীয় বিবরণ 19:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 পাছে রক্তের প্রতিশোধদাতা অন্তরে ক্ষুব্ধ হওয়াতে নরহন্তার পশ্চাৎ ধাবমান হইয়া পথের দূরত্ব প্রযুক্ত তাহাকে ধরিয়া সাংঘাতিক আঘাত করে। সে লোক ত প্রাণদণ্ডের যোগ্য নয়, কারণ সে পূর্বে উহাকে দ্বেষ করে নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 কিন্তু নগরটির দূরত্ব যদি বেশি হয় তবে রক্তের প্রতিশোধদাতা অন্তরে উত্তেজিত হয়ে নরঘাতকের পিছনে তাড়া করে তাকে ধরে সাংঘাতিক আঘাত করতে পারে। সে লোক তো প্রাণদণ্ডের যোগ্য নয়, কারণ সে আগে ওকে হিংসা করে নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তা না হলে রক্তের প্রতিশোধ যার নেওয়ার কথা সে রাগের বশে তাকে তাড়া করতে পারে আর আশ্রয়-নগর কাছে না হলে তাকে মেরে ফেলতে পারে, যদিও মনে হিংসা নিয়ে মেরে ফেলেনি বলে মৃত্যু তার প্রাপ্য শাস্তি নয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 অন্যথায় মৃত ব্যক্তির নিকট আত্মীয়, যার উপরে তার রক্তপাতের প্রতিশোধ গ্রহণ করার দায়িত্ব রয়েছে সে ক্রোধোন্মক্ত হয়ে হত্যাকারীর পিছনে তাড়া করবে এবং পথের দূরত্ব বেশী হওয়ার জন্য হয়তো তাকে ধরে ফেলে তার প্রাণ হরণ করবে। কিন্তু সেই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য নয় কারণ মৃত ব্যক্তির সঙ্গে তার পূর্বের কোন শত্রুতা ছিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 পাছে রক্তের প্রতিশোধদাতা অন্তরে উষ্ণ হওয়াতে নরহন্তার পশ্চাৎ ধাবমান্ হইয়া পথের দূরত্ব প্রযুক্ত তাহাকে ধরিয়া সাংঘাতিক আঘাত করে। সে লোক ত প্রাণদণ্ডের যোগ্য নয়, কারণ সে পূর্ব্বে উহাকে দ্বেষ করে নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 কিন্তু যদি শহরটি খুব দূরে হয় তাহলে নিহত ব্যক্তির কোন নিকট আত্মীয় তাকে তাড়া করে শহরে পৌঁছানোর আগেই ধরে ফেলতে পারে। সেই নিকট আত্মীয় খুব ক্রুদ্ধ হতে পারে এবং সেই ব্যক্তিকে হত্যা করতে পারে। অথচ সেই ব্যক্তি হত্যার যোগ্য ছিল না। কারণ যে ব্যক্তিকে সে হত্যা করেছে তাকে সে ঘৃণা করত না। অধ্যায় দেখুন |
আর দেখুন, সমুদয় গোষ্ঠী আপনার দাসীর বিরুদ্ধে উঠিয়া বলিতেছে, তুমি সেই ভ্রাতৃঘাতককে সমর্পণ কর, আমরা তাহার নিহত ভ্রাতার প্রাণের পরিবর্তে তাহার প্রাণ লইব, আমরা উত্তরাধিকারীকেও উচ্ছিন্ন করিব। এই প্রকারে তাহারা আমার অবশিষ্ট অঙ্গারখানি নির্বাপিত করিতে চাহে, এবং ভূমণ্ডলে আমার স্বামীর নামাদি কিছু অবশিষ্ট রাখিতে চাহে না।