দ্বিতীয় বিবরণ 18:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর তুমি যদি মনে মনে বল, সদাপ্রভু যে বাক্য বলেন নাই, তাহা আমরা কি প্রকারে জানিব? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর তুমি যদি মনে মনে বল, মাবুদ যে কালাম বলেন নি, তা আমরা কিভাবে জানবো? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তোমরা মনে মনে বলতে পারো, “সদাপ্রভু এই কথা বলেছেন কি না তা আমরা কেমন করে জানব?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তোমরা মনে করতে পার, প্রভু পরমেশ্বরের নির্দেশিত বাক্য কোনটি—তা আমরা কি করে জানব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর তুমি যদি মনে মনে বল, সদাপ্রভু যে বাক্য বলেন নাই, তাহা আমরা কি প্রকারে জানিব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তোমরা হয়তো ভাবতে পার, ‘আমরা কি করে জানতে পারবো যে ভাববাদী যা বলছে সেগুলো প্রভুর কথা নয়?’ অধ্যায় দেখুন |