দ্বিতীয় বিবরণ 16:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যে যজ্ঞবেদি নির্মাণ করিবে, তাহার কাছে কোন প্রকার কাষ্ঠের আশেরা মূর্তি স্থাপন করিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তুমি তোমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে যে কোরবানগাহ্ তৈরি করবে, তার কাছে কোন রকম কাঠের আশেরা মূর্তি স্থাপন করবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যে যজ্ঞবেদি তৈরি করবে তার পাশে কোনোরকম কাঠের আশেরা-খুঁটি পুঁতবে না, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে বেদী নির্মাণ করবে তার আশেপাশে কোন কাঠের তৈরী আশেরা মূর্তি স্থাপন করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যে যজ্ঞবেদি নির্ম্মাণ করিবে, তাহার কাছে কোন প্রকার কাষ্ঠের আশেরা মূর্ত্তি স্থাপন করিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 “তোমরা প্রভু, তোমাদের ঈশ্বরের জন্য নির্মিত বেদীর পাশে দেবী আশেরাকে সম্মান করার জন্য কোনোও কাঠের স্তম্ভ স্থাপন করবে না। অধ্যায় দেখুন |