দ্বিতীয় বিবরণ 15:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আর স্মরণে রাখিবে, তুমি মিসর দেশে দাস ছিলে, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে মুক্ত করিয়াছেন; এই জন্য আমি অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আর স্মরণে রাখবে, তুমি মিসর দেশে গোলাম ছিলে এবং তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে মুক্ত করেছেন; এজন্য আমি আজ তোমাকে এই হুকুম দিচ্ছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 মনে রেখো, মিশরে তোমরাও দাস ছিলে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের মুক্ত করেছেন। সেইজন্য আজ আমি তোমাদের এই আদেশ দিচ্ছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 মনে রাখবে যে তুমিও এককালে মিশরে দাস ছিলে আর তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরই তোমাকে মুক্ত করেছেন। সেই জন্যই আজ আমি তোমাকে এই আদেশ দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর স্মরণে রাখিবে, তুমি মিসর দেশে দাস ছিলে, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে মুক্ত করিয়াছেন; এই জন্য আমি অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 মনে রাখবে, তোমরা মিশরে ক্রীতদাস ছিলে এবং প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের মুক্ত করেছিলেন। সেই কারণেই আমি আজ তোমাদের এই আদেশ দিচ্ছি। অধ্যায় দেখুন |
পৃথিবীর মধ্যে কোন্ একটি জাতি তোমার প্রজা ইস্রায়েলের তুল্য? ঈশ্বর তাহাকে আপন প্রজা করিবার জন্য এবং আপন নাম প্রতিষ্ঠিত করিবার জন্য মুক্ত করিতে গিয়াছিলেন, তুমি আমাদের পক্ষে মহৎ মহৎ কার্য ও তোমার দেশের পক্ষে ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্য তোমার প্রজাদের সম্মুখে সাধন করিয়াছিলে, তাহাদিগকে তুমি মিসর, জাতিগণ ও দেবগণ হইতে মুক্ত করিয়াছিলে।