দ্বিতীয় বিবরণ 15:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 কেননা তোমার দেশের মধ্যে দরিদ্রের অভাব হইবে না; অতএব আমি তোমাকে এই আজ্ঞা দিতেছি, তুমি আপন দেশে তোমার ভ্রাতার প্রতি, তোমার দুঃখী ও দীনহীনের প্রতি, তোমার হাত অবশ্য খুলিয়া রাখিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 কেননা তোমার দেশের মধ্যে দরিদ্রের অভাব হবে না; অতএব আমি তোমাকে এই হুকুম দিচ্ছি, তুমি তোমার দেশে তোমার ভাইয়ের প্রতি, তোমার দুঃখী ও দীনহীনের প্রতি, তোমার হাত অবশ্য খুলে রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 দেশের মধ্যে সবসময়ই গরিব মানুষজন থাকবে। সেইজন্য আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে, তোমাদের দেশে যেসব ইস্রায়েলী ভাই গরিব এবং অভাবী তাদের প্রতি তোমাদের হাত খোলা রাখবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 গরীব মানুষ তোমাদের দেশে সব সময়ই থাকবে, সেই জন্যই আমি তোমাদের আদেশ দিচ্ছি যে নিজের দেশে তোমরা তোমাদের স্বজাতীয় দীন-দরিদ্র ভাইদের প্রতি সর্বদাই মুক্ত হস্ত থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 কেননা তোমার দেশমধ্যে দরিদ্রের অভাব হইবে না; অতএব আমি তোমাকে এই আজ্ঞা দিতেছি, তুমি আপন দেশে তোমার ভ্রাতার প্রতি, তোমার দুঃখী ও দীনহীনের প্রতি, তোমার হাত অবশ্য খুলিয়া রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তোমাদের দেশে সবসময়ই গরীব লোক থাকবে; সেই কারণে আমি তোমাদের আদেশ করছি তোমরা অবশ্যই তোমাদের ভাইদের এবং তোমাদের দেশে যে দরিদ্র লোকদের সাহায্যের প্রয়োজন তাদের মুক্ত হস্তে সাহায্য করবে। অধ্যায় দেখুন |