Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 14:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

4 এই সকল পশু ভোজন করিতে পার; গরু, মেষ এবং ছাগল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 এসব পশু ভোজন করতে পার— গরু, ভেড়া এবং ছাগল, হরিণ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 এসব পশু তোমরা খেতে পারো: গরু, মেষ, ছাগল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4-5 হরিণ, কৃষ্ণসার, বন্য গরু, বন্য ছাগল, সাদা লেজ বিশিষ্ট হরিণ, সম্বর হরিণ ও পাহাড়ী ছাগল-এই পশুগুলি হবে তোমাদের ভক্ষ্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 এই সকল পশু ভোজন করিতে পার; গোরু, মেষ এবং ছাগল, হরিণ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তোমরা এই সমস্ত পশুদের খেতে পার—গরু, মেষ, ছাগল,

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 14:4
5 ক্রস রেফারেন্স  

কিন্তু পিতর কহিলেন, প্রভু, এমন না হউক; আমি কখনও কোন অপবিত্র কিম্বা অশুচি দ্রব্য ভোজন করি নাই।


দশটা পুষ্ট গরু, ও মাঠ হইতে আনীত কুড়িটি গরু, ও একশত মেষ; ইহা ছাড়া হরিণ, মৃগী, কালসার ও পুষ্ট পক্ষী।


হরিণ, কৃষ্ণসার এবং বনগরু, বনছাগল, বাতপ্রমী, পৃষত এবং সম্বর।


আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন