দ্বিতীয় বিবরণ 14:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 পরে সেই টাকা দিয়া তোমার প্রাণের অভিলাষানুসারে গরু কি মেষ কি দ্রাক্ষারস কি মদ্য, বা যে কোন দ্রব্যে তোমার প্রাণের বাঞ্ছা হয়, তাহা ক্রয় করিয়া সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভোজন করিয়া সপরিবারে আনন্দ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 পরে সেই টাকা দিয়ে তোমার প্রাণের ইচ্ছানুযায়ী গরু বা ভেড়া বা আঙ্গুর-রস বা মদানো রস, বা যে কোন দ্রব্যে তোমার প্রাণের বাসনা হয়, তা ক্রয় করে সেই স্থানে তোমার আল্লাহ্ মাবুদের সম্মুখে ভোজন করে সপরিবারে আনন্দ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 সেই রুপো ব্যবহার করে তোমরা যা ইচ্ছা কিনতে পারবে যেমন গরু, মেষ, দ্রাক্ষারস কিংবা গাঁজানো পানীয় বা তোমাদের খুশিমতো যা কিছু। তারপর তোমরা তোমাদের পরিবার নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে খাওয়াদাওয়া করে আনন্দ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 সেখানে সেই অর্থের বিনিময়ে তোমরা তোমাদের ইচ্ছামত গো-মেষাদি দ্রাক্ষারস, সুরা কিম্বা অন্য কোন জিনিস কিনে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সপরিবারে খাওয়াদাওয়া করে আনন্দোৎসব করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 পরে সেই টাকা দিয়া তোমার প্রাণের অভিলষিত গোরু কি মেষ কি দ্রাক্ষারস কি মদ্য, বা যে কোন দ্রব্যে তোমার প্রাণের বাঞ্ছা হয়, তাহা ক্রয় করিয়া সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভোজন করিয়া সপরিবারে আনন্দ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 সেই টাকা দিয়ে তোমরা যা চাও তা কেনো—গরু, মেষ, দ্রাক্ষারস অথবা সুরা অথবা যে কোনো রকম খাদ্য। এর পর সেই জায়গায় প্রভু তোমাদের ঈশ্বরের সঙ্গে তোমরা এবং তোমাদের পরিবারের লোকরা অবশ্যই খাবে এবং আনন্দ উপভোগ করবে। অধ্যায় দেখুন |