দ্বিতীয় বিবরণ 12:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আর সেই স্থানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভোজন করিবে, এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে প্রাপ্ত আশীর্বাদানুসারে যাহা কিছুতে হস্তার্পণ করিবে, তাহাতেই সপরিবারে আনন্দ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর সেই স্থানে তোমাদের আল্লাহ্ মাবুদের সম্মুখে ভোজন করবে এবং তোমাদের আল্লাহ্ মাবুদের কাছ থেকে যে দোয়া লাভ করেছ সেই অনুসারে যা কিছুতে হাত রাখবে, তাতেই সপরিবারে আনন্দ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সেখানে, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপস্থিতে, তোমরা ও তোমাদের পরিবারের লোকেরা খাওয়াদাওয়া করবে এবং তোমরা হাতে যা কিছু পেয়েছ তার জন্য আনন্দ করবে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সেখানে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমরা তোমাদের শ্রমলব্ধ আহার গ্রহণ করবে এবং তোমাদের সঙ্কল্প অনুযায়ী তোমাদের সকল কর্মে প্রভুর আশীর্বাদ লাভের জন্য সেখানেই তোমরা সপরিবারে আনন্দোৎসব করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর সেই স্থানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভোজন করিবে; এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে প্রাপ্ত আশীর্ব্বাদানুসারে যে কিছুতে হস্তার্পণ করিবে, তাহাতেই সপরিবারে আনন্দ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 সেই স্থানে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের উপস্থিতির সামনে আহার করবে এবং যে সব উত্তম বিষয় পরিশ্রম করে লাভ করেছ তা তুমি এবং তোমার পরিবারগুলির সাথে ভাগ করে নেবে, কারণ প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের আশীর্বাদ করেছেন এবং তোমাদের ঐ সমস্ত ভালো জিনিসগুলো দিয়েছেন। অধ্যায় দেখুন |