Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 11:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

20 আর তুমি আপন গৃহ-দ্বারের পার্শ্বকাষ্ঠে ও আপন দ্বারে তাহা লিখিয়া রাখিও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 আর তুমি তোমার বাড়ির দরজার চৌকাঠে ও তোমার দ্বারে তা লিখে রেখো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 সেগুলি তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে লিখে রাখবে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 তোমাদের ঘরের দরজায় ও বাড়ির প্রবেশ পথে সেগুলি লিখে রাখবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আর তুমি আপন গৃহ-দ্বারের পার্শ্বকাষ্ঠে ও আপন দ্বারে তাহা লিখিয়া রাখিও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 তোমাদের বাড়িগুলির দরজার খুঁটির ওপরে এবং ফটকগুলির ওপরে এই আজ্ঞাগুলোক লিখে রাখ।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 11:20
3 ক্রস রেফারেন্স  

আর তোমার গৃহদ্বারের কপালে ও তোমার বহির্দ্বারে তাহা লিখিয়া রাখিবে।


আর তাহারা তাহার কিঞ্চিত রক্ত লইবে, এবং যে যে গৃহমধ্যে মেষশাবক ভোজন করিবে, সেই সেই গৃহের দ্বারের দুই বাজুতে ও কপালীতে তাহা লেপিয়া দিবে।


আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন