দ্বিতীয় বিবরণ 10:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 তিনি পিতৃহীনের ও বিধবার বিচার নিষপন্ন করেন, এবং বিদেশীকে প্রেম করিয়া অন্নবস্ত্র দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তিনি এতিমের ও বিধবার বিচার নিষ্পন্ন করেন এবং বিদেশীকে মহব্বত করে অন্ন-বস্ত্র দেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 পিতৃহীনদের ও বিধবাদের অধিকার তিনি রক্ষা করেন, এবং তোমাদের মধ্যে বসবাস করা বিদেশিদের খেতে পরতে দিয়ে তাঁর ভালোবাসা দেখান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 অনাথ ও বিধবাদের পক্ষ হয়ে তিনি বিচার নিষ্পত্তি করেন এবং প্রবাসীকে ভালবেসে অন্নবস্ত্র দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তিনি পিতৃহীনের ও বিধবার বিচার নিষ্পন্ন করেন, এবং বিদেশীকে প্রেম করিয়া অন্ন বস্ত্র দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 অনাথ এবং বিধবারা যাতে ন্যায় বিচার পায় সে দিকে তিনি দৃষ্টি রাখেন আর তিনি বিদেশীদেরও ভালোবাসেন। তিনি তাদের খাদ্য এবং কাপড় দেন। অধ্যায় দেখুন |