দ্বিতীয় বিবরণ 1:40 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)40 কিন্তু তোমরা ফির, সূফসাগরের পথ দিয়া প্রান্তরে গমন কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 কিন্তু তোমরা ফির, লোহিত সাগরের পথ দিয়ে মরুভূমিতে গমন কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 কিন্তু তোমরা ফেরো এবং সূফসাগরের পথ দিয়ে মরুএলাকার দিকে যাও।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 অতএব তোমরা লোহিত সাগরের পথ ধরে প্রান্তরে ফিরে যাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 কিন্তু তোমরা ফির, সূফসাগরের পথ দিয়া প্রান্তরে গমন কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 কিন্তু তোমরা সূফ সাগরে যাওয়ার রাস্তা ধরে মরুভূমিতে ফিরে যাও।’ অধ্যায় দেখুন |