দানিয়েল 9:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 সেই বাষট্টি সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন, এবং তাঁহার কিছুই থাকিবে না; আর আগামী নায়কের প্রজারা নগর ও ধর্মধাম বিনষ্ট করিবে, ও প্লাবন দ্বারা তাহার শেষ হইবে, এবং শেষ পর্যন্ত যুদ্ধ হইবে; ধ্বংস, বিধ্বংস নিরূপিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 সেই বাষট্টি সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হবেন এবং তাঁর কিছুই থাকবে না; আর আগামী নায়কের লোকেরা নগর ও পবিত্র স্থান বিনষ্ট করবে ও প্লাবন দ্বারা তা শেষ হবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ হবে; ধ্বংস, বিধ্বংস নিরূপিত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 পরে বাষট্টির ‘সাত’ পূর্ণ হলে সেই অভিষিক্ত ব্যক্তিকে হত্যা করা হবে এবং তার কিছুই থাকবে না। তারপর এক শাসকের আবির্ভাব হবে যার সৈন্যবাহিনী নগর ও মন্দির ধ্বংস করবে। বন্যার মতো শেষ সময় ঘনিয়ে আসবে: অন্তিমকাল পর্যন্ত যুদ্ধ চলবে কারণ প্রবল তাণ্ডব নির্ধারিত হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 এই কাল পূর্ণ হলে পর ঈশ্বরের মনোনীত সেই নেতাকে অন্যায়ভাবে বধ করা হবে। এক শক্তিশালী শাসকের সৈন্যবাহিনীর আক্রমণে নগর, মন্দির সব আকস্মাৎ ধূলিসাৎ হয়ে যাবে। প্রবল বন্যার মত অন্তিমকাল ঘনিয়ে আসবে। সঙ্গে নিয়ে আসবে যুদ্ধ ও প্রলয় তাণ্ডব। এ সবই ঈশ্বর নিরূপিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 সেই বাষট্টি সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন, এবং তাঁহার কিছুই থাকিবে না; আর আগামী নায়কের প্রজারা নগর ও ধর্ম্মধাম বিনষ্ট করিবে, এ প্লাবন দ্বারা তাহার শেষ হইবে, এবং শেষ পর্য্যন্ত যুদ্ধ হইবে; ধ্বংস, বিধ্বংস নিরূপিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 বাষট্টি সপ্তাহের পর নির্বাচিত ব্যক্তিকে হত্যা করা হবে এবং তাঁর কিছুই থাকবে না। তারপর ভবিষ্যৎ নেতার লোকরা শহরটি এবং তার পবিত্র স্থান ধ্বংস করে দেবে। সমাপ্তি আসবে বন্যার মতো। সব শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। এই স্থানটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে। অধ্যায় দেখুন |