দানিয়েল 8:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 আর তাহাদের একটির মধ্য হইতে ক্ষুদ্রতম এক শৃঙ্গ উৎপন্ন হইল, সেটি দক্ষিণ ও পূর্বদিকে এবং দেশরত্নের দিকে অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 আর তাদের একটির মধ্য থেকে খুব ছোট একটি শিং সৃষ্টি হল, সেটি দক্ষিণ ও পূর্ব দিকে এবং সেই শোভিত দেশের দিকে অতিশয় বৃদ্ধি পেতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 আর তাদের মধ্য থেকে একটি শিং, যা প্রথমে ছোটো ছিল কিন্তু পরে, শক্তিশালী হয়ে উঠল; সেটি ক্ষমতায় দক্ষিণে, পূর্বে ও সেই মনোরম দেশের দিকে বৃদ্ধি পেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 এই চারটি শিংয়ের একটি থেকে ছোট এক শিং গজিয়ে উঠল। এর ক্ষমতা দক্ষিণে, পূর্বে ও অপরূপ সেই দেশের উপর বিস্তৃত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আর তাহাদের একটীর মধ্য হইতে ক্ষুদ্রতম এক শৃঙ্গ উৎপন্ন হইল, সেটী দক্ষিণ ও পূর্ব্বদিকে এবং দেশরত্নের দিকে অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 এরপর ওই চারটির মধ্যে একটি শিং থেকে একটি ছোট শিং গজাল। এই ছোট শিংটি দক্ষিণ ও পূর্ব দিকে এবং সুন্দর ভূমির দিকে বেড়ে উঠল। অধ্যায় দেখুন |