দানিয়েল 8:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর সেই লোমশ ছাগ যবন দেশের রাজা এবং তাহার দুই চক্ষুর মধ্যস্থানে যে বৃহৎ শৃঙ্গ, সে প্রথম রাজা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর সেই লোমশ ছাগল গ্রীস দেশের বাদশাহ্ এবং তার দুই চোখের মধ্যস্থানে যে বড় শিং, সে প্রথম বাদশাহ্। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 কুৎসিত ছাগলটি গ্রীস রাজার প্রতীক এবং তার দু-চোখের মাঝে বড়ো শিংটি প্রথম রাজার প্রতীক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 ছাগটি গ্রীক সাম্রাজ্যের প্রতীক। তার কপালের মাঝখানে যে বিরাট শিংটি দেখা যাচ্ছিল সেটি প্রথম রাজার প্রতীক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর সেই লোমশ ছাগ যবন দেশের রাজা, এবং তাহার দুই চক্ষুর মধ্যস্থানে যে বৃহৎ শৃঙ্গ, সে প্রথম রাজা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ছাগলটি হল গ্রীস দেশের রাজা এবং তার চোখের মাঝখানের বড় শিংটি হল প্রথম রাজা। অধ্যায় দেখুন |