দানিয়েল 6:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 রাজ্যের অধ্যক্ষগণ, প্রতিনিধিগণ, ক্ষিতিপালগণ, মন্ত্রিগণ ও দেশাধ্যক্ষগণ সকলে মন্ত্রণা করিয়া এমন রাজাজ্ঞা স্থাপন ও দৃঢ় প্রতিষেধবিধি প্রচার করিতে বিহিত বুঝিয়াছেন যে, যদি কেহ ত্রিশ দিন পর্যন্ত মহারাজ ব্যতীত কোন দেবতার কিম্বা মানুষের কাছে প্রার্থনা করে, তবে হে রাজন্, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 রাজ্যের সভাপতিরা, প্রতিনিধিরা, ক্ষিতি-পালরা, মন্ত্রীরা ও শাসনকর্তারা সকলে মন্ত্রণা করে এমন রাজাজ্ঞা স্থাপন ও দৃঢ় আইন জারি করতে বিহিত বুঝেছেন যে, যদি কেহ ত্রিশ দিন পর্যন্ত বাদশাহ্ ছাড়া অন্য কোন দেবতা কিংবা মানুষের কাছে মুনাজাত করে, তবে হে বাদশাহ্, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 রাজ্যের সকল শাসক, উপরাজ্যপাল, রাজ্যপাল, উপদেষ্টা এবং প্রদেশপাল সম্মত হয়েছে যে, মহারাজ একটি আদেশ জারি করুন ও বলবৎ করুন যে আগামী তিরিশ দিনে কেউ যদি মহারাজ ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে, তবে হে মহারাজ, তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 আমরা অর্থাৎ যাদের উপর আপনার রাজ্যের প্রশাসনের ভার দিয়েছেন সেই সব অধ্যক্ষেরা, রাজ্যপালেরা, সামরিক প্রশাসকেরা, সামন্তরাজেরা ও মন্ত্রীরা—সবাই মিলে একটি বিষয় স্থির করেছি। আমাদের অনুরোধ যে মহারাজ একটি আদেশ জারী করবেন ও সেটিকে যথাযথভাবে বলবৎ করবেন। আপনার হুকুম হবে যে তিরিশ দিন কোন মানুষ মহারাজ ছাড়া কোন দেবতা বা মানুষের কাছে কিছু প্রার্থনা করতে পারবে না। আর যদি কেউ এই আজ্ঞা অমান্য করে তবে তাকে সিংহের গহ্বরে ফেলে দেওয়অ হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 রাজ্যের অধ্যক্ষগণ, প্রতিনিধিগণ, ক্ষিতিপালগণ, মন্ত্রিগণ ও দেশাধ্যক্ষগণ সকলে মন্ত্রণা করিয়া এমন রাজাজ্ঞা স্থাপন ও দৃঢ় প্রতিষেধবিধি প্রচার করিতে বিহিত বুঝিয়াছেন যে, যদি কেহ ত্রিশ দিন পর্য্যন্ত মহারাজ ব্যতীত কোন দেবতার কিম্বা মানুষের কাছে প্রার্থনা করে, তবে হে রাজন্, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 সমস্ত অধ্যক্ষগণ, গুরুত্বপূর্ণ রাজকর্মচারীগণ, মন্ত্রীগণ এবং রাজ্যপালরা একটি নির্দিষ্ট ব্যাপারে একমত হল। আপনি এ বিষয়টিকে একটি আদেশ হিসাবে প্রচার করুন যা সকলে মানবে। এই আদেশটি হল যে পরবর্তী 30 দিনের মধ্যে কেউ যদি রাজা ছাড়া অন্য কোন দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে সিংহের খাঁচায় নিক্ষেপ করা হবে। অধ্যায় দেখুন |