দানিয়েল 6:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 তখন সেই অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজার নিকটে সমাগত হইয়া তাঁহাকে এই কথা কহিলেন, মহারাজ দারিয়াবস, চিরজীবী হউন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তখন সেই সভাপতিরা ও ক্ষিতি-পালেরা বাদশাহ্র কাছে সমাগত হয়ে তাঁকে বললেন, বাদশাহ্ দারিয়ুস, চিরজীবী হোন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তখন সেই শাসকগণ ও রাজ্যপালরা সকলে মিলে রাজার কাছে গেলেন ও বললেন, “রাজা দারিয়াবস চিরজীবী হোন! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তাঁরা গেলেন রাজার কাছে। বললেন, মহারাজ দারাউস চিরজীবী হোন! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তখন সেই অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজার নিকটে সমাগত হইয়া তাঁহাকে এই কথা কহিলেন, মহারাজ দারিয়াবস, চিরজীবী হউন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তাই ঐ দুজন অধ্যক্ষ ও শাসকরা দল বেঁধে রাজার কাছে গিয়ে বলল, “মহারাজ দারিয়াবস চিরজীবি হোন! অধ্যায় দেখুন |