Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 5:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

30 সেই রাত্রিতে কল্‌দীয় রাজা বেল্‌শৎসর হত হন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 সেই রাতে কল্‌দীয় বাদশাহ্‌ বেল্‌শৎসর নিহত হন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 ঠিক সেরাতেই ব্যাবিলনীয়দের রাজা বেলশৎসর নিহত হলেন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 সেই রাতেই ব্যাবিলনরাজ বেলশৎসর নিহত হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 সেই রাত্রিতে কল্‌দীয় রাজা বেল্‌শৎসর হত হন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 সেই রাতেই বাবিলের লোকদের রাজা বেল্শত্‌সর হত হলেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 5:30
9 ক্রস রেফারেন্স  

ধাবক ধাবকের কাছে, ধাবিত হইতেছে, বার্তাবহ বার্তাবহের কাছে যাইতেছে, যেন বাবিল-রাজকে এই বার্তা দেওয়া হয় যে, তাহার নগর চারিদিকে পরহস্তগত হইল;


আর আমি তাহার অধ্যক্ষগণকে, তাহার জ্ঞানবানদিগকে, তাহার দেশাধ্যক্ষগণকে, তাহার শাসনকর্তৃগণকে ও তাহার বীরগণকে মত্ত করিব; তাহাতে তাহারা চিরনিদ্রায় নিদ্রিত হইবে, আর জাগরিত হইবে না, ইহা রাজা বলেন, যাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু।


তাহারা উত্তপ্ত হইলে পর আমি তাহাদের ভোজ প্রস্তুত করিব, ও তাহাদিগকে মত্ত করিব; যেন তাহারা উল্লাস করে ও চিরনিদ্রায় নিদ্রিত হয়, আর জাগরিত না হয়, ইহা সদাপ্রভু কহেন।


তোমরা বাণে শাণ দেও, ঢাল ধর; সদাপ্রভু মাদীয় রাজগণের মন উত্তেজিত করিয়াছেন, কেননা তাঁহার সঙ্কল্প বাবিলের বিপক্ষ, তাহার বিনাশার্থক; বস্তুতঃ এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণ, তাঁহার মন্দিরের নিমিত্ত প্রতিশোধ গ্রহণ।


কিন্তু সন্তান-বিরহ ও বৈধব্য, এই উভয়ই অকস্মাৎ একই দিনে তোমার প্রতি ঘটিবে; তোমার মায়াবিত্বের আধিক্য ও বিবিধ ইন্দ্রজালের প্রাচুর্য থাকিলেও উভয়ই পূর্ণ পরিমাণে তোমার উপরে আসিবে।


হে বাবিল, আমি তোমার জন্য ফাঁদ পাতিয়াছি, আর তুমি তাহাতে ধৃতও হইয়াছ, কিন্তু জানিতে পার নাই; তোমাকে পাওয়া গিয়াছে, আবার তুমি ধরাও পড়িয়াছ, কেননা তুমি সদাপ্রভুর সহিত যুদ্ধ করিয়াছ।


এই জন্য এখন তাহারা প্রথম নির্বাসিত লোকদের সহিত নির্বাসিত হইবে, ও গাত্রলম্বকারীদের হর্ষনাদ লুপ্ত হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন