দানিয়েল 5:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 এই জন্য তাঁহার সম্মুখ হইতে এই হস্তাগ্র প্রেরিত ও এই কথা লিখিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 এজন্য তাঁর কাছ থেকে এই হাত প্রেরিত হল ও এই কথা লেখা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তাই তিনি সেই হাত পাঠিয়েছেন যা এই লেখা লিখেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 এই জন্যই তিনিই পাঠিয়েছেন এই কথা লেখার জন্য এই হাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 এই জন্য তাঁহার সম্মুখ হইতে এই হস্তাগ্র প্রেরিত ও এই কথা লিখিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তাই, এই কারণে ঈশ্বর এই হাতটি দেওয়ালে লেখবার জন্য পাঠিয়েছিলেন। অধ্যায় দেখুন |