Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 3:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 তাহারা রাজা নবূখদ্‌নিৎসরের কাছে এই কথা কহিল, হে রাজন্‌ চিরজীবী হউন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তারা বাদশাহ্‌ বখতে-নাসারের কাছে এই কথা বললো, হে বাদশাহ্‌ চিরজীবী হোন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তারা রাজা নেবুখাদনেজারকে বলল, “মহারাজ, চিরজীবী হোন!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তারা রাজা নেবুকাডনেজারের কাছে এসে বলল, মহারাজ চিরজীবী হোন!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তাহারা রাজা নবূখদ্‌নিৎসরের কাছে এই কথা কহিল, হে রাজন্‌ চিরজীবী হউন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তারা রাজা নবূখদ্‌নিৎ‌সরকে বলল, “মহারাজ দীর্ঘজীবি হোন!

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 3:9
7 ক্রস রেফারেন্স  

তখন সেই অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজার নিকটে সমাগত হইয়া তাঁহাকে এই কথা কহিলেন, মহারাজ দারিয়াবস, চিরজীবী হউন।


রাজার ও তাঁহার মহল্লোকদের সেই কথা শুনিয়া রাণী ভোজনশালায় আসিলেন। রাণী বলিলেন, হে রাজন্‌, চিরজীবী হউন; ভাবনাতে বিহ্বল হইবেন না, এবং মুখ বিবর্ণ হইতে দিবেন না।


তখন দানিয়েল রাজাকে কহিলেন, হে রাজন্‌, চিরজীবী হউন।


তখন কল্‌দীয়েরা অরামীয় ভাষায় রাজাকে বলিল, মহারাজ! চিরজীবী হউন; আপনার এই দাসদিগকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব।


যাহার যাহা প্রাপ্য, তাহাকে তাহা দেও। যাঁহাকে কর দিতে হয়, কর দেও; যাঁহাকে শুল্ক দিতে হয়, শুল্ক দেও; যাঁহাকে ভয় করিতে হয়, ভয় কর; যাঁহাকে সমাদর করিতে হয়, সমাদর কর।


তখন বৎশেবা মস্তক নমন করিয়া, ভূমিতে মুখ দিয়া, রাজার কাছে প্রণিপাত করিয়া কহিলেন; আমার প্রভু দায়ূদ রাজা নিত্যজীবী হউন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন