দানিয়েল 3:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 আর রাজার আজ্ঞা প্রচণ্ড ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল, তৎপ্রযুক্ত যে পুরুষেরা শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে নিক্ষেপ করিল, তাহারাই অগ্নিশিখায় হত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আর বাদশাহ্র হুকুম প্রচণ্ড ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল, সেই জন্য যে পুরুষেরা শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে নিক্ষেপ করলো, তারাই আগুনের শিখায় পুড়ে মরলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 রাজার কঠোর আদেশের ফলে অগ্নিকুণ্ড এতটাই উত্তপ্ত করা হল এবং সেই আগুনের তাপে যারা শদ্রক, মৈশক ও অবেদনগোকে আগুনে ফেলতে গিয়েছিল, সেই সৈন্যদের মৃত্যু হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 এদিকে রাজার কঠোর আদেশ অনুযায়ী অগ্নিকুণ্ডের তাপ বাড়িয়ে এত প্রচণ্ড করা হল যে, যারা তাদের অগুনে নিক্ষেপ করল তারা নিজেরাই সেই আগুনের হল্কায় পুড়ে মারা গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আর রাজার আজ্ঞা প্রচণ্ড ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল, তৎপ্রযুক্ত যে পুরুষেরা শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে নিক্ষেপ করিল তাহারাই অগ্নিশিখায় হত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 রাজার আদেশ এত নিষ্ঠুর ছিল বলে এবং অগ্নিকুণ্ডটি এত উত্তপ্ত ছিল বলে যে সৈন্যরা শদ্রক, মৈশক এবং অবেদ্-নগোকে নিয়ে গিয়েছিল তারাই আগুন পুড়ে মারা গেল। অধ্যায় দেখুন |