দানিয়েল 2:46 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)46 তখন রাজা নবূখদ্নিৎসর উবুড় হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন, এবং তাঁহার উদ্দেশে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 তখন বাদশাহ্ বখতে-নাসার উবুড় হয়ে দানিয়ালকে সেজ্দা করলেন এবং তাঁর উদ্দেশে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করতে হুকুম দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 তারপর রাজা নেবুখাদনেজার উপুড় হয়ে দানিয়েলকে প্রণাম ও আরাধনা করলেন এবং তার উদ্দেশ্যে নৈবেদ্য ও সুগন্ধিদ্রব্য উৎসর্গ করতে আদেশ দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 সম্রাট নেবুকাডনেজার ভূমিষ্ঠ হয়ে দানিয়েলকে প্রণাম করলেন ও দানিয়েলের কাছে হোমবলি ও নৈবেদ্য নিবেদন করতে আদেশ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 তখন রাজা নবূখদ্নিৎসর উপুড় হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন, এবং তাঁহার উদ্দেশে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 তখন নবূখদ্নিৎসর মাথা নীচু করে দানিয়েলের সামনে নতজানু হলেন এবং দানিয়েলকে সম্মান জানাবার জন্য সুগন্ধি নৈবেদ্য উৎসর্গ করতে আদেশ দিলেন। অধ্যায় দেখুন |