দানিয়েল 2:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 তাহার জঙ্ঘা লৌহময় এবং তাহার চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময় ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 তার জঙ্ঘা লোহার এবং তার পা কিছু লোহার ও কিছু মাটির ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 পা-দুটি লোহার, আর পায়ের পাতা লোহা ও মাটি দিয়ে তৈরি ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 পা দুটি লোহার আর পায়ের পাতা লোহা আর মাটি মিশিয়ে তৈরী করা হয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 তাহার জঙ্ঘা লৌহময়, এবং তাহার চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময় ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 পায়ের নিচের দিক ছিল লোহার। সেই মূর্ত্তিটির পায়ের পাতা ছিল লোহা এবং মাটির মিশ্রনে তৈরী। অধ্যায় দেখুন |