দানিয়েল 2:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হউক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁহারই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 দানিয়াল বললেন, আল্লাহ্র নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁরই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 তিনি বললেন: “ঈশ্বরের নামের চিরকাল প্রশংসা হোক; কারণ জ্ঞান ও শক্তি তাঁরই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 যুগে যুগে পরমেশ্বরের জয় হোক! পরমজ্ঞানে তিনি পূর্ণ, মহাপরাক্রমী তিনি অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হউক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁহারই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 দানিয়েল বললেন, “ঈশ্বরের নাম চিরকাল ধন্য হোক্! ক্ষমতা ও জ্ঞান তাঁর অঙ্গীভূত! অধ্যায় দেখুন |