দানিয়েল 12:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 তখন আমি দানিয়েল দৃষ্টিপাত করিলাম, আর দেখ, অন্য দুই জন দাঁড়াইয়া আছেন, এক ব্যক্তি নদীতীরে এপারে, এবং অন্য ব্যক্তি নদীতীরে ওপারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তখন আমি দানিয়াল দেখলাম, আর দেখ, অন্য দু’জন দাঁড়িয়ে আছেন, এক ব্যক্তি নদীতীরে এপারে এবং অন্য ব্যক্তি নদীতীরে ওপারে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তখন আমি, দানিয়েল, তাকিয়ে দেখলাম এবং আমার সামনে অন্য দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, একজন নদীর এপারে, অন্যজন ওপারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সেই সময়ে আমি দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, একজন নদীর এপারে, অন্যজন ওপারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তখন আমি দানিয়েল দৃষ্টি করিলাম, আর দেখ, অন্য দুইজন দাঁড়াইয়া আছেন, এক ব্যক্তি নদীতীরে এপারে, এবং অন্য ব্যক্তি নদীতীরে ওপারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তখন আমি, দানিয়েল, সামনে তাকালাম এবং অন্য দুজন ব্যক্তিকে দেখলাম। একজন নদীর এপারে আমার কাছে দাঁড়িয়ে রয়েছে এবং অন্যজন নদীর ওপারে। অধ্যায় দেখুন |