দানিয়েল 12:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 ধন্য সেই, যে ধৈর্য ধরিয়া সেই এক সহস্র তিনশত পঁয়ত্রিশ দিন পর্যন্ত থাকিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 ধন্য সেই লোক, যে ধৈর্য ধরে সেই এক হাজার তিন শত পঁয়ত্রিশ দিন পর্যন্ত থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 ধন্য তারা যারা অপেক্ষা করবে এবং 1,335 দিনের শেষ পর্যন্ত পৌঁছাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 যারা এক হাজার তিনশো পঁয়ত্রিশ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে তারা ধন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 ধন্য সেই, যে ধৈর্য্য ধরিয়া সেই এক সহস্র তিন শত পঁয়ত্রিশ দিন পর্য্যন্ত থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 যারা 1335 দিন ধৈর্য্য ধরে অপেক্ষা করে থাকতে পারবে, তারা অত্যন্ত সুখী হবে। অধ্যায় দেখুন |
পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম; সেইগুলির উপরে কেহ কেহ বসিলেন, তাঁহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। আর যীশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল, এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম; তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রীষ্টের সহিত রাজত্ব করিল।