দানিয়েল 11:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 কিন্তু সে স্বস্থানে দুর্গ-দেবের সম্মান করিবে, এবং আপন পিতৃপুরুষদের অজ্ঞাত দেবকে স্বর্ণ, রৌপ্য, মণি ও মনোরম্য বস্তু দিয়া সম্মান করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 কিন্তু সে স্বস্থানে দুর্গ-দেবতার সম্মান করবে এবং আপন পূর্বপুরুষদের অজ্ঞাত দেবকে সোনা, রূপা, মণি ও মনোরম্য বস্তু দিয়ে সম্মান করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 তাদের পরিবর্তে সে এক দুর্গ দেবতার সম্মান করবে, যে দেবতা তার পিতৃপুরুষদের অজ্ঞাত ছিল; কিন্তু সেই দেবতাকে সোনা, রুপো, মণিমাণিক্য ও উৎকৃষ্ট উপহার দিয়ে সম্মান করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 দুর্গরক্ষাকারী এক দেবতার পায়ে সে সোনা, রূপো, মণিমানিক্য ও যাবতীয় মনোরম বস্তুর অর্ঘ্য নিয়ে আসবে, যাকে তার পূর্বপুরুষেরা কোনদিন চিনত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 কিন্তু সে স্বস্থানে দুর্গ-দেবের সম্মান করিবে, এবং আপন পিতৃপুরুষদের অজ্ঞাত দেবকে স্বর্ণ, রৌপ্য, মণি ও মনোরম্য বস্তু দিয়া সম্মান করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 উত্তরের রাজা দুর্গগুলির দেবতা ব্যতীত আর কোন ঈশ্বরের উপাসনা করবে না। কিন্তু উত্তরের রাজা দুর্গসমূহের দেবতাদের উপহারস্বরূপ সোনা, রূপা এবং মণিমানিক্য দেবে এবং তাঁকে সম্মান জানাবে। এই দেবতা তার পূর্বপুরুষদের অজ্ঞাত ছিল। অধ্যায় দেখুন |