দানিয়েল 11:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 যাহারা তাহার আহারীয় দ্রব্যের ভাগী, তাহারাই তাহাকে বিনষ্ট করিবে, ও উহার সৈন্য আপ্লাবন করিবে; এবং অনেকে নিহত হইয়া পড়িবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 যারা তার খাবারের ভাগী, তারাই তাকে বিনষ্ট করবে ও তাদের সৈন্য সমূলে ধ্বংস হবে; এবং অনেকে নিহত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তার রাজকীয় আদালতের সদস্যরা তাকে ধ্বংস করার চেষ্টা করবে; তার সেনাবাহিনী পরাজিত হবে এবং অনেকে যুদ্ধে প্রাণ হারাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তার বিশ্বস্ত পারিষদবর্গই তার সর্বনাশ করবে। সৈন্যদের মধ্যে হতাহতের সংখ্যা হবে অগণিত। সমগ্র সৈন্যবাহিনী হবে বিধ্বস্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 যাহারা তাহার আহারীয় দ্রব্যের ভাগী, তাহারাই তাহাকে বিনষ্ট করিবে, ও উহার সৈন্য আপ্লাবন করিবে; এবং অনেকে নিহত হইয়া পড়িবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 দক্ষিণের রাজার বন্ধুবেশী শত্রুরাই ষড়যন্ত্র করে তাকে যুদ্ধে পরাজিত করবে। দক্ষিণের রাজার অধিকাংশ সৈন্য যুদ্ধক্ষেত্রে মারা যাবে। অধ্যায় দেখুন |