দানিয়েল 11:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 তৎকালে দক্ষিণ দেশের রাজার বিরুদ্ধে অনেক লোক উঠিবে; এবং এই দর্শন যাহাতে সফল হয়, সেই জন্য তোমার জাতির মধ্যে দুর্জন-সন্তানেরা আপনাদিগকে উচ্চ করিবে, কিন্তু তাহারা পতিত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 সেই সময় দক্ষিণ দেশের বাদশাহ্র বিরুদ্ধে অনেক লোক উঠবে; এবং এই দর্শন যাতে সফল হয়, সেই জন্য তোমার জাতির মধ্যে দুর্দান্ত লোকেরা নিজেদের উঁচু করবে, কিন্তু তারা সফল হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 “সেই সময়ে অনেকে দক্ষিণের রাজার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে। তোমার স্বজাতির মধ্যে যারা উগ্র তারা বিদ্রোহ করবে; এতে দর্শন সম্পূর্ণ হবে কিন্তু তারা সফল হবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 মিশররাজের বিরুদ্ধে অনেকে সে সময়ে বিদ্রোহ ঘোষণা করবে। দানিয়েল, তোমার স্বজাতির মধ্যে থেকেও কিছু উগ্রস্বভাবের লোক এক দর্শন লাভ করে বিদ্রোহ ঘোষণা করবে। অবশ্য তারা পরাস্ত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তৎকালে দক্ষিণ দেশের রাজার বিরুদ্ধে অনেক লোক উঠিবে; এবং এই দর্শন যাহাতে সফল হয়, সেই জন্য তোমার জাতির মধ্যে দুর্জ্জন-সন্তানেরা আপনাদিগকে উচ্চ করিবে, কিন্তু তাহারা পতিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 “সেই সময় অনেক লোক দক্ষিণের রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। তোমার নিজেরই কয়েক জন লোক যারা যুদ্ধ করতে ভালবাসে তারা যোগ দেবে এবং দক্ষিণের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে। তারা স্বপ্নদর্শনকে সত্য করে তুলতে চেষ্টা করবে, কিন্তু তারা যুদ্ধে জয়লাভ করবে না। অধ্যায় দেখুন |