দানিয়েল 11:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 আর মাদীয় দারিয়াবসের প্রথম বৎসরে আমিই তাঁহাকে সবল ও শক্তিমান করিতে দাঁড়াইয়াছিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আর মাদীয় দারিয়ুসের প্রথম বছরে আমিই তাঁকে সবল ও শক্তিমান করতে দাঁড়িয়েছিলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 মাদীয় দারিয়াবসের রাজত্বের প্রথম বছরে, আমি তাকে শক্তি দেবার ও রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছিলাম।) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 আমাকে সাহায্য করার ও রক্ষা করার দায়িত্ব তাঁর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর মাদীয় দারিয়াবসের প্রথম বৎসরে আমিই তাঁহাকে সবল ও শক্তিমান্ করিতে দাঁড়াইয়াছিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 “মাদীয় রাজা দারিয়াবসের রাজত্ব কালের প্রথম বছরেই পারস্যের যুবরাজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি মীখায়েলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। অধ্যায় দেখুন |