Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 1:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

21 দানিয়েল কোরস রাজার প্রথম বৎসর পর্যন্ত থাকিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 দানিয়াল বাদশাহ্‌ কাইরাসের প্রথম বছর পর্যন্ত কাজে বহাল থাকলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 এবং দানিয়েল রাজা কোরসের রাজত্বের প্রথম বছর পর্যন্ত রাজসভায় ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 পারস্য সম্রাট কোরস যখন ব্যাবিলনকে পদানত করেন সেই সময় পর্যন্ত দানিয়েল রাজসভা অলঙ্কৃত করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 দানিয়েল কোরস রাজার প্রথম বৎসর পর্য্যন্ত থাকিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 তাই দানিয়েল কোরস রাজার রাজত্বের প্রথম বছর পর্যন্ত রাজভৃত্য হয়ে রইলেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 1:21
4 ক্রস রেফারেন্স  

আর এই দানিয়েল দারিয়াবসের ও পারসীক কোরসের রাজত্বকালে সমৃদ্ধি লাভ করিলেন।


পারস্য-রাজ কোরসের তৃতীয় বৎসরে বেল্টশৎসর নামে আখ্যাত দানিয়েলের নিকটে এক বাক্য প্রকাশিত হইল, সেই বাক্য সত্য, ও মহাযুদ্ধসূচক; তিনি বাক্য বুঝিলেন, সেই দর্শনও বুঝিতে পারিলেন।


পারস্য-রাজ কোরসের প্রথম বৎসরে যিরমিয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্য-সিদ্ধির নিমিত্ত সদাপ্রভু পারস্য-রাজ কোরসের মনে প্রবৃত্তি দিলেন, তাই তিনি আপনার রাজ্যের সর্বত্র ঘোষণা দ্বারা এবং লিখিত বিজ্ঞাপন দ্বারা এই আজ্ঞা প্রচার করিলেন, পারস্য-রাজ কোরস এই কথা কহেন,


স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করিয়াছেন, আর তিনি যিহূদা দেশস্থ যিরূশালেমে তাঁহার জন্য এক গৃহ নির্মাণ করিবার ভার আমাকে দিয়াছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন