দানিয়েল 1:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 দশ দিন অন্তে দেখা গেল, রাজকীয় ভক্ষ্যভোগী সকল যুবক অপেক্ষা ইঁহারা সুরূপ ও মাংসল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 দশ দিন পরে দেখা গেল, রাজকীয় ভক্ষ্যভোগী সকল যুবকের চেয়ে এঁরা সুরূপ ও স্বাস্থ্যবান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 দশদিন পরে যারা রাজকীয় খাদ্য ও পানীয় গ্রহণ করেছিল তাদের থেকে এই চারজনকে বেশি স্বাস্থ্যবান ও হৃষ্টপুষ্ট দেখা গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 নির্দিষ্ট সময়ের পর দেখা গেল যে যাদের রাজকীয় আহার দেওয়া হয়েছিল তাদের চেয়ে এই চারজন বেশী স্বাস্থ্যবান ও সবল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 দশ দিন অন্তে দেখা গেল, রাজকীয় ভক্ষ্যভোগী সকল যুবক অপেক্ষা ইহাঁরা সুরূপ ও মাংসল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 দশ দিন পর, যে সমস্ত যুবক রাজার বিশেষ সুখাদ্য খাচ্ছিল তাদের থেকে দানিয়েল ও তাঁর বন্ধুদের বেশী স্বাস্থ্যবান দেখাচ্ছিল। অধ্যায় দেখুন |