Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 98:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

8 নদ-নদীগণ করতালি দিউক, পর্বতগণ একসঙ্গে আনন্দগান করুক;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 নদ নদীরা করতালি দিক;, পর্বতমালা একসঙ্গে আনন্দগান করুক;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 নদীরা হাততালি দিক, পর্বতগুলি একসঙ্গে আনন্দগান করুক;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 নদ-নদী-মালা দাও করতালি, আনন্দগানে মেতে ওঠ গিরি পর্বত প্রভুর সম্মুখে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 নদ নদীগণ করতালী দিউক, পর্ব্বতগণ সকসঙ্গে আনন্দগান করুক;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 হে নদীসমূহ, তোমরা হাততালি দাও! হে পর্বতরাজি, তোমরা একসঙ্গে গেয়ে ওঠো!

অধ্যায় দেখুন কপি




গীত 98:8
7 ক্রস রেফারেন্স  

কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে, এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়া হইবে। পর্বত ও উপপর্বতগণ তোমাদের সমক্ষে উচ্চৈঃস্বরে আনন্দগান করিবে, এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে।


তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করিয়াছ; তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।


নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে, নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইতেছে।


হে সমুদয় জাতি, করতালি দেও; আনন্দরবে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর।


পরে তিনি রাজপুত্রকে বাহিরে আনিয়া তাঁহার মস্তকে মুকুট দিলেন, ও তাঁহাকে সাক্ষ্যপুস্তক দিলেন, এবং তাঁহারা তাঁহাকে রাজা করিলেন, ও অভিষেক করিলেন; আর করতালি দিয়া কহিলেন, রাজা চিরজীবী হউন।


তোমার বাহু পরাক্রমবিশিষ্ট, তোমার হস্ত শক্তিমান, তোমার দক্ষিণ হস্ত উচ্চ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন