গীত 96:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর; সমস্ত পৃথিবী! তাঁহার সাক্ষাতে কম্পমান হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পবিত্র শোভায় মাবুদকে সেজ্দা কর; সমস্ত দুনিয়া! তাঁর সাক্ষাতে কেঁপে ওঠো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো, সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 পবিত্রতার আভরণে সজ্জিত হয়ে প্রভুর উদ্দেশে কর প্রণিপাত। হে পৃথিবী, তাঁর সম্মুখে সসম্ভ্রমে হও নতশির। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর; সমস্ত পৃথিবী! তাঁহার সাক্ষাতে কম্পমান হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও। পৃথিবীর সমগ্র জনগণ, তাঁর উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা জানাও। অধ্যায় দেখুন |