Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 96:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হউক; সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জন করুক;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আসমান আনন্দ করুক, দুনিয়া উল্লসিত হোক; সমুদ্র ও তার মধ্যেকার সকলই গর্জন করুক;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক; সমুদ্র ও যা কিছু তার মধ্যে আছে, গর্জন করুক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 আনন্দ করুক আকাশমণ্ডল, পৃথিবী হোক উল্লসিত, সমুদ্র আনন্দে করুক গর্জন, তার মধ্যস্থ সকল প্রাণী মহানন্দে করুক হর্ষধ্বনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হউক; সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জ্জন করুক;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 হে স্বর্গলোক—সুখী হও! হে পৃথিবী—উল্লসিত হও! সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিৎকার করে ওঠো!

অধ্যায় দেখুন কপি




গীত 96:11
12 ক্রস রেফারেন্স  

আকাশমণ্ডল, আনন্দ-রব কর, পৃথিবী, উল্লসিত হও; পর্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর; কেননা সদাপ্রভু আপন প্রজাগণকে সান্ত্বনা করিয়াছেন, আর আপন দুঃখীদের প্রতি করুণা করিবেন।


আকাশ ও পৃথিবী তাঁহার প্রশংসা করুক, সমুদ্র ও তন্মধ্যস্থ সর্ব জঙ্গম প্রশংসা করুক।


সদাপ্রভু রাজত্ব করেন; পৃথিবী উল্লসিত হউক, দ্বীপসমূহ আনন্দ করুক;


হে স্বর্গ সকল, তোমরা আনন্দ-রব কর, কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন; হে পৃথিবীর অধঃস্থান সকল জয়-জয় ধ্বনি কর; হে পর্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর, হে কানন ও তন্মধ্যস্থ বৃক্ষ, [তোমরাও কর] কেননা সদাপ্রভু যাকোবকে মুক্ত করিয়াছেন, এবং ইস্রায়েলের মধ্যে আপনাকে শোভান্বিত করিবেন।


অতএব, হে স্বর্গ ও তন্নিবাসিগণ, আনন্দ কর; পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে; কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে; সে অতিশয় রাগান্বিত, সে জানে, তাহার কাল সংক্ষিপ্ত।’


তদ্রূপ, আমি তোমাদিগকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়।


তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখ, আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি; সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে;


সমুদ্র ও তন্মধ্যস্থ সকলে গর্জন করুক, ক্ষেত্র ও ক্ষেত্রস্থ সকলই উল্লসিত হউক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন