গীত 95:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরীবায়, মরীবা, অর্থাৎ বিবাদ। যেমন প্রান্তরের মধ্যে মঃসার দিবসে, করিয়াছিলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 নিজ নিজ অন্তর কঠিন করো না, যেমন মরীবায়, যেমন মরুভূমির মধ্যে মঃসার দিনে করেছিলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 “যেমন মরীবায় করেছিলে, তেমন নিজেদের হৃদয় কঠিন কোরো না, মরুপ্রান্তরে মঃসার দিনে যেমন করেছিলে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 মরুপ্রান্তর পার হয়ে আসার সময় মরিবা ও মাস্সায় সেদিন তোমরা যেমন করেছিলে তেমন ভাবে হৃদয় কঠিন করো না তোমরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরীবায়, যেমন প্রান্তরের মধ্যে মঃসার দিবসে, করিয়াছিলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 ঈশ্বর বলেন, “মরীবাতে তোমরা যেমন অবাধ্য হয়েছিলে, মঃসার মরুপ্রান্তরে যেমন হয়েছিল, তেমন হয়ো না। অধ্যায় দেখুন |