গীত 95:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামস্থানে প্রবেশ করিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 অতএব আমি আমার ক্রোধে শপথ করলাম, এরা আমার বিশ্রামস্থানে প্রবেশ করবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম, ‘আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তাই ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম, আমার শান্তি ও বিশ্রাম থেকে এরা হবে চিরতরে বঞ্চিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামস্থানে প্রবেশ করিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তাই ওদের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে, ‘ওরা আমার বিশ্রামের স্থানে কখনো প্রবেশ করতে পারবে না।’” অধ্যায় দেখুন |