গীত 94:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তাহারা বলিতেছে, সদাপ্রভু দেখিবেন না, যাকোবের ঈশ্বর বিবেচনা করিবেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তারা বলছে, মাবুদ দেখবেন না, ইয়াকুবের আল্লাহ্ বিবেচনা করবেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তারা বলে, “সদাপ্রভু দেখেন না; যাকোবের ঈশ্বর বিবেচনা করেন না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তারা বলছে, প্রভু পরমেশ্বর আমাদের দিকে দৃষ্টি দেন না, বিবেচনা করেন না আমাদের কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তাহারা বলিতেছে, সদাপ্রভু দেখিবেন না, যাকোবের ঈশ্বর বিবেচনা করিবেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ওরা বলে, ওরা যে সব মন্দ কাজ করে প্রভু তা দেখেন না! ওরা বলে কি ঘটেছে ইস্রায়েলের ঈশ্বর তাও জানে না। অধ্যায় দেখুন |